সভ্যের লেবাসে অসভ্যতা!!
সামাজিক ও রাজনৈতিকভাবে যাদেরকে আমরা সভ্য হিসেবে স্থান দিয়ে রেখেছি কিংবা দিতে বাধ্য হয়েছি, তারা কি আসলেই সভ্য? তাদের চিন্তা ও কর্মতৎপরতায় যদি মনুষ্যত্বই না থাকে, তাহলে কীভাবে তারা সভ্য হয়?
এই অসভ্যদের হাত ধরেই প্রিয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিশ্চিহ্ন প্রায়। Power/ক্ষমতা এমন এক বস্তুতে পরিণত হয়েছে, যা লাভের জন্য মানবিক হওয়ার চেয়ে অসভ্য হওয়াই যেন এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশের নীতিই প্রায় কাছাকাছি। "যেকোনো মুল্যে গদিতে যেতে হবে" নতুবা দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম। অন্যপক্ষ- "ক্ষমতা হারানো যাবে না" তাহলে চামড়া থাকবে না।
কী আজব এক রাজনৈতিক সংস্কৃতির ধারা চালু হয়েছে! অথচ এরাই আবার সভ্যতা, উন্নয়নের ধারক ও বাহক হিসেবে নিজেরদেরকে পরিচয় দেয়! সভ্যের লেবাসে ও বয়ানে যতসব অসভ্যতা!!
নতুন প্রজন্ম যা দেখছি যা শিখছি! সত্যি বলতে, এই অসভ্য সংস্কৃতির প্রবর্তনে যাদের ভূমিকা, ভবিষ্যত প্রজন্ম আপনাদের কোনোদিন ক্ষমা করবে না।
মন্তব্য