সংকীর্ণতা

মনের সংকীর্ণতা দিয়ে হয়তো অনেক কিছুই আদায় করে নেওয়া যায়। কিন্তু চুড়ান্ত অর্জন ও বিজয়ের জন্য উদারতার বিকল্প কি আছে?

এই পৃথিবীতে উদারতার মহানায়ক মানবতার বন্ধু, রহমাতুল্লিল আ'লামীন মুহাম্মদূর রসুলুল্লাহ (স.)। যিনি ছিলেন উদারতার সর্বশ্রেষ্ঠ আইডল। যিনি বন্ধু, শত্রু, কাছের মানুষ কিংবা দূরের মানুষ সবার মনে উদারতা আর ভালোবাসার সুরভি ছড়িয়েছেন। রবের পক্ষ থেকে বিজয় উনার সন্নিকটে এসেই ধরা দিয়েছিলো। দলে দলে সমাজের প্রতিটি মানুষ সেই বিজয়ের মিছিলে শামিল হতে থাকলেন। জাহেলিয়াত/অন্ধকার দূর হয়ে আলো পৌঁছে গিয়েছিলো প্রতিটি মানুষের মনের কোণে।

আচ্ছা আমাদের চারপাশে নিয়মিত কত কী ঘটে যাচ্ছে। কতশত মানুষের ভিড়ে চলছি, ফিরছি অনেকের সাথে অনেক বিষয়ে ডিল করতে হচ্ছে। ভার্চ্যুয়াল এরার এত এত ঘটনাচক্রের ভিড়ে আরো কত কী করছি! আমরা অনেক কিছুই দেখছি, শুনছি, রিএক্ট/মন্তব্য করছি কিংবা চুপ থাকছি।

আমার/আপনার এই প্রতিটি রিএক্ট কী প্রমাণ করে আমি রসুলের (স.) দেখানো উদারতার পথে সামিল হওয়ার চেষ্টারত আছি? নাকি হুট করেই এমন কিছু বলে বা করে ফেলছি যা আমার মনের সংকীর্ণতা প্রকাশ করে দিচ্ছে?

মহান আল্লাহ তায়ালা বলেন,

وَ مَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ

-- যে মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো সেই সফলতা লাভ করবে।

(সুরা আত-তাগাবুন, আয়াত:১৬ দ্রষ্টব্য)

আহ! প্রিয় রব, মহান আল্লাহ নিজেই বান্দাহ-কে ভালোবেসে দোয়া শিখিয়ে দিচ্ছেন,

رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْۙ

হে আমার রব! আমার অন্তর প্রশস্ত করে দাও।

(আমীন)

মন্তব্য