হাদিয়া

হাদিয়া

গিফ্ট বা হাদিয়া মানুষের মনে স্থান করে নেওয়ার অন্যতম একটি মাধ্যম। কিন্তু প্রচলিত বা কথিত অর্থে যাদের হাদিয়া দেওয়ার সামর্থ্য কম, তারা কি তবে মানুষের মনে স্থান করে নেওয়া থেকে বঞ্চিত হবে? না, হতেই পারে না।

আচ্ছা হাদিয়া বা গিফ্ট আইটেম হিসেবে যদি কুরাআনের একটি আয়াত অথবা রাসুল (স)-এর একটি হাদিস হয়, তাহলে কেমন হয়??

ধরুন কারো সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। দেখা করেই অথবা বিদায় নেওয়ার মুহূর্তে গিফ্ট হিসেবে বাছাইকৃত একটি আয়াত ও একটি হাদিস শোনালেন। এই মহামূল্যবান গিফ্ট যে কারো হৃদয়ে প্রোথিত থাকবে ইনশাআল্লাহ।

মহান আল্লাহ বলেন, ‘আর যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগসহ তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়।’

(সুরা- আরাফ, আয়াত-২০৪)

মন্তব্য